জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বস্তূনিষ্ট সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন উপলক্ষে ১৩ই মার্চ রোজ বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা রেষ্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পরবর্তী সময়ে সাংবাদিক রিয়াজ রহমান এর সভাপতিত্বে ও সাংবাদিক হুমায়ুন কবির এর পরিচালনায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন এর লক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ুন কবিরকে সভাপতি, শ্যামল সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ারকে সাধারন সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়াকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহ এসএম ফরিদ (দৈনিক প্রতিদিনের সাংবাদ ), সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি( দৈনিক আজকের বসুন্ধরা), সহ-সাধারন সম্পাদক বিপ্লব দেবনাথ ( দৈনিক আলোকিত সময়), দপ্তর সম্পাদক ইকবাল হোসেন দৈনিক বিজয়ের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমীন ( দৈনিক খোলা কাগজ), কার্যকরী সদস্য রিয়াজ রহমান ( দৈনিক ভোরের কাগজ), মুকিম উদ্দিন ( দৈনিক ঢাকা), দোলন মিয়া ( দৈনিক এশিয়ার বানী), সাধারন সদস্য মিজানুর রহমান মিজান (দৈনিক আজকের দর্পন), জাবির আহমদ চৌধুরী (আজকের স্বদেশ), আকমল হোসেন(আজকের স্বদেশ) ও নিজাম উদ্দিন ( আজকের স্বদেশ)।