কুমিল্লার সদর দক্ষিণে তুচ্ছ ঘটনায় মো. ইয়াছিন মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটি ওয়াজ মাহফিল চলাকালে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লেগে ছোলাবুট মাটিতে পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শনিবার (৩১ ডিসেম্বর) নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
নিহত ইয়াছিন মিয়া উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তবে ঘটনায় জড়িত ব্যক্তির নাম প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রামচন্দ্রপুরে শুক্রবার (৩০ ডিসেম্বর) একটি ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানকার একটি দোকানে নাস্তা করতে যান ইয়াছিন। দোকানে বসার সময় তার সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলাবুট পড়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক ইয়াছিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। রাত সোয়া ১০টার দিকে কুমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কুমেকে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুপুরে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।