শুক্রবার দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে মেধা মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিরাই ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী সোলেমান কবির ফুলুর পৃষ্ঠপোষকতায় উক্ত উদ্যোগটি সাফল্য সাফল্যমন্ডিত হয়।
সংগঠনের সভাপতি সাঞ্জব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত ভৌমিক’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এডভোকেট তোফায়েল আহমেদ শামীম, মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্টপোষক সুলেমান কবির ফুলু,দিরাই ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, সুরমা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা সৈয়দ আহমেদ দুলাল, মোশারফ হোসন, আবুল হাসান পাবেল।
বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি সজীব ভৌমিক, সাহাব উদ্দিন, দীপেন ভৌমিক, আব্দুল কাদির জিলানী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মালিহা তানজিন মাইশা। এছাড়াও উপস্থিত ছিলেন দিরাই ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণীর ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।