প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘোষণা করা ব্যয় সংকোচন নীতি কার্যকর করতে তিনি বিলাসবহুল গাড়িটি সরকারকে ফেরত দিয়েছেন,সরকারের ব্যয় কমাতে মন্ত্রী হিসেবে পাওয়া একটি বিলাসবহুল গাড়ি ফেরত দিয়েছেন পাকিস্তানের এক রাজনৈতিক নেতা।দেশটির মন্ত্রিপরিষদ সচিব বরাবর এক চিঠিতে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল শনিবার এই গাড়ি ফেরত দেয়ার কথা জানান বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।ইজাজ আহমেদ দারকে লেখা চিঠিতে মন্ত্রী আহসান বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘোষণা করা ব্যয় সংকোচন নীতি কার্যকর করতে তিনি বিলাসবহুল গাড়িটি সরকারকে ফেরত দিয়েছেন।তিনি লিখেছেন, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানকে এখন নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। মন্ত্রী তার চিঠিতে জানান, সংসদ সদস্য হিসেবে তাকে ৪ হাজার ৫০০ সিসির একটি টয়োটা ল্যান্ড ক্রুজার দেয়া হয়েছিল।পাকিস্তানের বর্তমান সংকটে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিলাসবহুল গাড়ি সরকারকে ফিরিয়ে দেয়া আমার দায়িত্ব।দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। ২০তম প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শাসনামলে ব্যাপক দুর্নীতির পর আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি এ দেশের অর্থনীতি।নওয়াজের কাছ থেকে বিপুল বৈদেশিক ঋণের বোঝা নিয়ে ক্ষমতায় আসেন শহীদ খাকান আব্বাসি। সংকট কাটাতে ব্যর্থ হন তিনিও।পূর্বসূরিদের রেখে যাওয়া বিপুল ঋণ নিয়ে পাকিস্তানের মসনদে আসেন ইমরান খান। সৌদি আরব এবং চীনের কাছ থেকে সহায়তা নিয়ে কোনোভাবে পাকিস্তানকে টেনে নিচ্ছিলেন ইমরান। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনিও থিতু হতে পারেননি।ইমরানকে সরিয়ে এরপর ক্ষমতায় আছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। তার নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার জোর গলায় বলছেন, ‘পাকিস্তান খেলাপি হবে না।’ তবে বর্তমান প্রেক্ষাপট তার দাবিকে সমর্থন করছে না।ডন লিখেছে, পাকিস্তানের ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছে। বর্তমান অর্থনীতির সবদিক বিবেচনা করে পাকিস্তান ডিফল্টের (দেউলিয়া) খুব কাছাকাছি বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










গাড়ি ফেরত দিলেন পাকিস্তানের মন্ত্রী
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:৫৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- ৭৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ