ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। তার আগে বাগযুদ্ধ চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে। এ যুদ্ধ শুরুর জন্য বিশ্বের ক্ষমতাধর এই দুই নেতা একে অপরকে দুষছেন।স্থানীয় সময় মঙ্গলবার রুশ পার্লামেন্ট দেয়া ভাষণে ইউক্রেন যুদ্ধ শুরুর জন্য পশ্চিমাদের দায়ী করেন পুতিন।ইউক্রেন যুদ্ধ শুরুর বিষয়ে পুতিন ভাষণে বলেন, ইউক্রেন ও ডনবাস একটি মিথ্যার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমি আবারও বলছি, তারা যুদ্ধ শুরু করেছে। আমরা আমাদের সেনাদের দিয়ে তা থামানোর চেষ্টা করছি।এর জবাবে পোল্যান্ডের ওয়ারশতে দেয়া এক ভাষণে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই ইউক্রেন যুদ্ধ বেছে নিয়েছেন। আর তিনিই এটি সহজে শেষ করতে পারেন।ইউক্রেনে রাশিয়া কখনোই জয় পাবে না মন্তব্য করে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, চলতি সপ্তাহে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হবে।ইউক্রেনের জন্য সামনে আরও কঠিন দিন আসছে বলে সতর্ক করে বাইডেন বলেন, সামনে আরও কঠিন এবং অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা ইউক্রেনীয়দের জন্য আসছে। তবে এর পরও এ যুদ্ধে কিয়েভই জয়ী হবে।এদিকে পুতিন তার ভাষণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।পরমাণু অস্ত্র সীমিত রাখতে ২০১০ সালে প্রাগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ নামে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল।
ঢাকা
,
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ইউক্রেন ও ডনবাস নিয়ে পুতিন-বাইডেন বাগযুদ্ধ
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- ৬৭৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ