গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় নছের মার্কেট এলাকার ঝুট গুদামে আগুন লাগে। রাত ৮টার দিকে লাগা ঝুট গুদামের আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার রাত সোয়া ৮টার দিকে নছের মার্কেট এলাকার স্থানীয় দুলালের মালিকানাধীন ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন পাশের আরও চারটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।তিনি আরও জানান, তবে পানি সঙ্কটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে বিভিন্ন উৎস থেকে পানি সরবরাহ করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা সম্ভব হয়নি, বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।
ঢাকা
,
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- ৬৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ