সুমন রহমান: গর্ভবতীকে মাকে সিজারের জন্য আর যেতে হবে না সুনামগঞ্জ কিংবা সিলেটে। এখন থেকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অপারেশনের মাধ্যমে সিজার ডেলিভারি করানো যাবে।
প্রতিষ্ঠার ৪১ বছর পর প্রথমবারের মতো বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকালে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে সিজারিয়ান সেকশনে দুজন গর্ভবতীর অপারেশনের মাধ্যমে সিজার ডেলিভারি কার্যক্রম করা হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেনের নেতৃত্বে এবং উক্ত সিজার অপারেশন সম্পন্ন হয়। অপারেশন শেষে মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানা যায়।
উক্ত সিজার অপারেশন পদ্ধতি চালু হওয়ায় এলাকার মানুষের মধ্যে খুশির উপস্থিতি লক্ষণীয়।