সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতু থেকে পড়ে সুরমা নদীতে ডুবে মারা গেলো স্কুল শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম সাঈদা তানজিম রশনি। সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র (এসসি) বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সে। মেয়েটি নদীতে পড়ে আত্মহত্যা করেছে, না কি অসাবধানতায় মারা গেছে, এই প্রশ্ন দেখা দিয়েছে। বিকেলে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মডেল টেস্ট পরীক্ষা শেষ করে দুই বন্ধু খাদিজা আক্তার ইমাকে নিয়ে সেতুতে ঘুরতে যায় তানজিম। একপর্যায়ে সেতুর র্যালিংয়ে ওঠে হাটতে চায় সে। বান্ধবি ইমা নিচে থেকে তার হাত ধরে রাখে। হঠাৎ করে হাত ছেড়ে নদীতে পড়ে যায় সে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নদী থেকে লাশ উদ্ধার করে।
সঙ্গে থাকা বান্ধবি খাদিজা আক্তার ইমা বললো, বিদ্যালয়ে গার্হস্থ্য বিজ্ঞান মডেল টেস্ট পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষ করে সেতুতে ঘুরতে যায় তারা। হঠাৎ করে তানজিম সেতুর র্যালিংয়ে ওঠে। আমি তার হাত ধরে রাখি। একপর্যায়ে আমাকে হাত ছাড়তে বলে। আমি হাত ছাড়তেই সে নদীতে পড়ে যায়।
বিদ্যালয়ের শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান শিক্ষার্থী, শিক্ষক ও স্বজনরা।
নিহত তানজিম শহরের ষোলঘর এলাকায় মা মুক্তা মুর্শেদার সঙ্গে থাকতো। তার