মরহুম সোয়াব উদ্দিন জনকল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে আজ বিকাল পাচঁটার সময় স্থানীয় বাজারে দলুয়া গ্রামে অগ্নিদগ্ধ পাঁচটি পরিবারের মধ্যে দের লক্ষ টাকা সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতিউর রহমান বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব, এ্যাড রতন আহমেদ, জজ কোর্ট সুনামগঞ্জ, ইজাজুর ইসলাম বিশিষ্ট মুরব্বি, শাহজাহান সিরাজ প্রতিষ্ঠাতা ডিএসএস একাডেমি, মহিবুর রহমান মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, সিলেট, আব্দুল গাফফার সাবেক সেনা কর্মকর্তা, তৈয়ব আলী, ফরিদ উদ্দিন, মনির উদ্দিন, নূর মিয়া প্রমুখ।
যে পাঁচটি পরিবারের মধ্যে নগদ সহযোগিতা করা হয়, তারা হলেন আব্দুল জলিল মুয়াজ্জিন, আলী আহমেদ, আব্দুল আলী, রজব আলী। সহযোগিতা পেয়ে তারা সবাই শুকরিয়া আদায় করেন এবং যারা এই বিপদের সময় পাশে দারিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবার সু- স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।
আলোচনায় বক্তাদের ভাষ্যমতে, উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, আমেরিকা প্রবাসী শামসুল হক অনেক দিন ধরেই সমাজের অসহায় মানুষের পাশে থেকে সুন্দর সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। তারা আরো বলেন, যারা দেশের বাহিরে থেকেও দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তারাই প্রকৃত দেশ প্রেমিক। সকল প্রবাসী বাংলাদেশি যদি মানুষের বিপদে এভাবে পাশে থেকে কাজ করে আমরা বিশ্বাস করি, সমাজে যারা গরিব, অবহেলিত, অসহায় মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে।