পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়ে দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করেছিলেন। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে আইন প্রণয়ন করেছিলেন তিনি। তাকে আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে নিয়ে দেশকে দূষণমুক্ত সবুজ বাংলায় পরিণত করতে কাজ করা হচ্ছে।রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন অধিদফতর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।পরিবেশমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা আসবেই। তিনি ধাপে ধাপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেশকে স্বাধীনতার জন্য প্রস্তুত করতে অনেক চড়াই-উতরাই, অনেক রক্তদান, অনেক বার কারাবরণ করেন বঙ্গবন্ধু। তার নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা অসীম সাহসে যুদ্ধ করেন। এ কারণে আমাদের বিজয় ত্বরান্বিত হয়। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’বন ও বন্যপ্রাণী রক্ষার শপথ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সবার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়িত হবে।’প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু চেয়ার বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়।আলোচনা সভার আগে পরিবেশমন্ত্রীসহ অতিথিরা জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
ঢাকা
,
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশকে দূষণমুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- ৬২৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ