মান্নার মিয়াঃ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর রাস্তার ব্রীজে দুপুর ২.৩০মিনিটের সময় শান্তি মালা(৬০) বেগম স্বামী আব্দুল খালিক গ্রামঃ আমদাবাদ ৬নং ওয়ার্ডের এক মহিলার কানের স্বর্ণের দুল চিন্তাই করার সময় মহিলায় চিৎকার শুনে এলাকার লোক জন এসে চিন্তাইকারীদের কে আটক করে পাথারিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।জানা যায় জুশেল মিয়া নামক (৪০) এক সি,এন,জি চালক যার নাম্বার সুনামগঞ্জ থ ১১-০৮৬৭। যার গ্রাম শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। সে সিলেট আখালিয়া এলাকার দু,জন যুবকে নিয়ে অনেক দিন যাবৎ এ ধরনের চিন্তাই করে আসছে।পরে পাথারিয়া ইউনিয়নের ৭ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি মোঃ আব্দুল আওয়াল পিতাঃ লাল মিয়া , আব্দুল হেকিম পিতাঃ মৃতঃ হাজী জবান আলী, সভাপতি গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি। নুর আলম পিতাঃ আব্দুল ওয়াহাব,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পাথারিয়া ইউনিয়ন। শান্তিগঞ্জ থানার এস,আই রিগ্যান ও শফিউল এর কাছে তিন জন স্বর্ণ চিন্তাই কারীকে গাড়ি সহ তুলে দেন।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










তিন স্বর্ণ চিন্তাকারী আটক
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- ৫৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ