সুনামগঞ্জ সদর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) আয়োজনে ১৫ জানুয়ারি (বুধবার) দুপুর ২ ঘটিকায় সুনামগঞ্জ জেলার স্হানীয় একটি অডিটোরিয়ামে রংধনু সাহিত্য সাংস্কৃতিক সংসদের সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
রংধনু সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক জাকির হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর কেন্দ্রীয় সাহিত্য ও আইটি সম্পাদক মিনার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু সাহিত্য সাংস্কৃতিক সংসদের সুনামগঞ্জ জেলার ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম।
সসাস এর সাহিত্য ও আইটি সম্পাদক মিনার আহমদ রংধনু সাহিত্য সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জের পরিচালক এবং সহকারী পরিচালক ঘোষণা করেন।
নব দায়িত্বপাপ্তরা হলেন
পরিচালক জাকির হোসাইন
সহকারী পরিচালক জোবায়ের আহমদ শুভ
সংগীত পরিচালক মেহেদী হাসান
কবিতা পরিচালক তানজীম আল মাসরুর
কিরাত পরিচালক মুজাব্বির আল আবরার
সুস্থ সংস্কৃতি পরিবেশনে একধাপ এগিয়ে এই সংগঠন। সমন্বিত সাংস্কৃতিক সংসদের একটি শাখা রংধনু সাহিত্য সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ। রংধনু সাহিত্য সাংস্কৃতিক সংসদ একটি গতিশীল সংগঠন তার ধারাবাহিকতায় প্রত্যেক বছরে সেটআপ দেওয়া হয়।