জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধিঃ-
সিলেটের কানাইঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চোরাই চিনির একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র সদস্যরা এই অভিযানে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৩১৯ বস্তা ভারতীয় চিনি (মোট ১৫,৯৫০ কেজি) ও একটি ট্রাক জব্দ করেছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ সকাল ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট-দরবস্ত সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক বালুভর্তি ট্রাককে থামার সংকেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে ট্রাকটি কানাইঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে আটক করতে সক্ষম হয়। তবে চালক ও সহকারী পালিয়ে যায়।
বিজিবির সদস্যরা ট্রাকটি তল্লাশি চালিয়ে দেখতে পান, বালুর স্তরের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চিনি রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা চিনির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত চিনি শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।