স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে রাজনৈতিক মামলায়
১ জন ও সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত ১ জন আসামী সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী তারেক আহমেদ (২৪) ছাতক থানার মামলা নং ১৫ (২)২৫ ও জিআর ৪২/২৫ এর সন্দিগ্ধ আসামী সে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আজমান আলীর পুত্র এবং উত্তর খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক। অপর আসামী রমজান আলী (৩৫)। সে সিআর মামলা ৩০৪ /১৮ (ছাতক) আসামী ও দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিপুর গ্রামের কালা মিয়ার পুত্র। ছাতক থানার এসআই সিকান্দর আলী, এসআই রেজাউল করিম, এসআই রাহিম উদ্দিন, এএসআই তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে নিজ-নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।