স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩৬) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২ মে) বিকালে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাবুল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবিনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১ ব্যাগ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বুরুমপুর গ্রামে যায় বাবুল মিয়া। এসময় স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম বুরুমপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে সুপর্দ করা হবে৷