স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার নিজ জন্মভূমি জগন্নাথপুরে ফিরলেন গতকাল শনিবার। গত ১ সপ্তাহ আগে তিনি যুক্ত রাজ্য থেকে দেশে ফিরলে এই প্রথম জন্মভূমির মাটিতে পা রাখেন।
শনিবার(১০মে)দুপুর ১২ টার দিকে ৯০ দশকে সিলেটের সাবেক তুখোড় ছাত্রনেতা মহি উদ্দিন বাবলু’র নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শো ডাউন নিয়ে উপজেলার মীরপুর ইউনিয়নের কেউন বাড়ি নামক স্থানের শেষ সীমানায় ফুল দিয়ে তাকে বরণ করে নেন জগন্নাথপুর বিএনপির অঙ্গসংগঠনের কয়েকশ নেতাককর্মী। এর আগে উপজেলার মীরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামে মহি উদ্দিন বাবলুর বাড়িতে নেতাকর্মীরা জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন।
পরে কেউন বাড়ি থেকে বিশাল মোটর সাইকেল শো ডাউন ও গাড়ি বহরে এম এ সাত্তারকে নিয়ে যাওয়া হয় তার জন্মভূমি উপজেলার হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামে। সেখানে তিনি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। আশা করি, তার শারীরিক অবস্থা আরো উন্নতি হবে, তাই সবাইকে আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে হবে। তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো- যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন দিন এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। তিনি আরো বলেন, আমি আপনাদের ভালোবাসা চাই। আপনাদেরকে সাথে নিয়ে এই সুনামগঞ্জের, দক্ষিণ সুনামগঞ্জের রাজনীতি করতে চাই। আমাকে আপনারা সেই সুযোগ করে দিবেন। আমি আশা করি এই সুযোগটুকু পাবো। আমি আপনাদের সাথে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। এসময় এম এ সাত্তারের বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।