আলোচিত অভিনেতা হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছে পোষন করেছেন।
এ বিষেয়ে তুমুল পরিচিত এই মিডিয়া ব্যক্তিত্ব বলেন, আমি এবারও নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছি। তবে আমি এবার আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চাই ইচ্ছুক। আমি সমাজের একজন ভালো লোক হিসেবে এবং সমাজের বিভিন্ন স্থরে সেবামূলক কাজ করার কারণে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী। মনোনয়ন পেলেই আমি সব ধরণের প্রস্তুতি নেব।
আশরাফুল আলম ওরফে হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি। পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেও সিরিয়ালে ২ নম্বরে ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও যাচাই-বাছাইয়ে দুই দফায় মনোনয়ন বাতিল হয়। পরে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান। ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নেন হিরো আলম। তবে হেরে যান।