স্বপ্নে করোনা ভাইরাসের সঙ্গে ‘ইতালির মামুন মারুফের’ কথোপকথন থেকে শুরু করে নানান বিষয়ে বক্তব্য প্রকাশ করে বিতর্কের জন্ম দেন মুফতি কাজী ইব্রাহীম। তার ওই সব বক্তব্যের কারণে এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের মুক্তিতে বাধা নেই। তার বিরুদ্ধে থাকা আরও দুই মামলায় তিনি জামিনে থাকায় তার মুক্তিতে নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকারের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দোষ স্বীকার করেন কাজী ইব্রাহিম। দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় বিতর্কিত বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমর গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত তার কারাভোগকেই সাজা হিসেবে নেন আদালত।