কলা গাছের তন্তু থেকে তৈরি সুতা আর সেই সুতা তাঁতে বুনে তৈরি করা হয়েছে শাড়ি। বান্দরবানে বোনা হয়েছেে এই শাড়ি। মৌলভীবাজারের মনিপুরী তাঁত শিল্পী রাধাবতী দেবী জেলা প্রশাসকের অনুরোধে বান্দরবানে এসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে এ শাড়িটি বুনেছেন।জানা যায়, প্রথম পর্যায়ে কলাগাছ থেকে তন্তু তৈরি করা হতো। পরে প্রশিক্ষণ দিয়ে এ তন্তু থেকে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হয়। সর্বশেষ এ তন্তু দিয়ে মনিপুরী তাঁত শিল্পী রাধাবতী দেবী ১৫ দিনের অক্লান্ত পরিশ্রমে শাড়িটি তৈরি করতে সক্ষম হন। মণিপুরী তাঁতশিল্পী রাধাবতী দেবী জানান, জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে বান্দরবানে এসে তিনি শাড়িটি বুনেছেন। তার এলাকায় যারা মনিপুরী শাড়ি বুনেন সবাই তাকে বলেছিলেন এ দায়িত্ব না নিতে। তারপরও তিনি এ চ্যালেঞ্জ নেন এবং সফল হন।
ঢাকা
,
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










কলা গাছের তন্তু থেকে শাড়ি
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- ৬৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ