স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন সোমবার (২১ জুলাই) শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
দিনভর গণসংযোগে তিনি বাজারের দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিএনপির চলমান রাজনৈতিক কার্যক্রম, ভবিষ্যৎ আন্দোলন ও ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা নিয়ে সাধারণ মানুষের মতামত নেন এবং দলের বার্তা পৌঁছে দেন।
ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “এই সরকার জনগণের সরকার নয়। ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা একটি অন্যায় প্রক্রিয়ার অংশ। বিএনপি সেই ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে রয়েছে। আমাদের চলমান গণসংযোগ কর্মসূচি সেই আন্দোলনেরই অংশ।”
তিনি আরও বলেন,আমি যদি বিএনপির দলীয় মনোনয়ন পাই, তবে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।”
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন —
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি নেতা ইছমত পাশা, আব্দুল লতিফ, আব্দুল ওদুদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ও ৯০’র সাহসী ছাত্রনেতা সাহেল রহমান, শ্রমিকদল নেতা ওয়াকিব মিয়া, বিএনপি নেতা মুজাহিদ খান ও সিজিন, জেলা যুবদল নেতা মুফাসসির আহমদ রিয়াদ।
এছাড়া ছাত্রদল নেতা মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ,মেহেরাজ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
গণসংযোগ চলাকালীন বাজারের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ করা যায়। অনেকেই ব্যারিস্টার আনোয়ার হোসেনের দৃঢ় বক্তব্য ও আন্তরিকতা দেখে আশাবাদী মনোভাব প্রকাশ করেন।