টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত সাত জন। সোমবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে মধুপুরের রক্তিপাড়ার নরকোণা এলাকায় ঘটনাটি ঘটে। বাসযাত্রী রবিউল ইসলাম জানান, ঢাকার মহাখালী থেকে রাত ১০টার দিকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস জামালপুরের মাদারগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে আশুলিয়া বাইপাইল টিকিট কাউন্টারে এসে বাসটি বিরতি নেয়। এ সময় ওই কাউন্টার থেকে ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল গাড়িতে ওঠে। বাসটি মধুপুরের দেউলাবাড়ি এসে পৌঁছালে ডাকাত দল মুখে মাস্ক পড়ে বাসের চালক ও হেলপারকে জিম্মি করে যাত্রীদের এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় প্রতিবাদ করলে ডাকাত দল সাত যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তারা মধুপুরের রক্তিপাড়ার নরকোণা এলাকায় নেমে যায়।মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেদুয়ান আলম রিজবী বলেন, ‘আহত দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে।’মধুপুর থানার ওসি মাজহারুল আমিন বলেন, ‘বাসটি থানার সামনে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।’
ঢাকা
,
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি, আহত ৭
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- ৫৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ