বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে সব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করারও দাবি করা হয় দলগুলোর পক্ষ থেকে। মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডের ঘটনায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে।গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, আগুনের ধ্বংসযজ্ঞে কয়েক হাজার দোকান মালিক ও কর্মচারী যে ভয়াবহ ক্ষতি ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হলেন, সেটা এক হৃদয়বিদারক ঘটনা। ঈদের আগে ১০ থেকে ১২ হাজার দোকানকর্মী কর্মহীন হয়ে অনিশ্চয়তার মধ্যে পড়লেন। তার দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।উদ্বেগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়, অগ্নিকাণ্ডের যথাযথ কারণ উদঘাটনে সরকার প্রয়োজনী ব্যবস্থা নেবে। এই অগ্নিকাণ্ডের পেছনে কোনও আত্মঘাতী বা নাশকতা রয়েছে কি না, তা খুঁজে বের করা দরকার।এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পক্ষ থেকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতির পরিমাণ নির্ধারণ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়।এ ছাড়া বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল, জাকের পার্টি, বাংলাদেশ যুব মৈত্রীসহ অন্যরাবঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক ঘন ঘন অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন।উল্লেখ্য, রাজধানীর ফুলবাড়িয়ায় অন্যতম ব্যস্ত কাপড়ের মার্কেট বঙ্গবাজারে সকাল ৬টায় আগুন লাগে। পরে প্রায় ছয় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিয়ন্ত্রণে সঙ্গে ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যা ব, বিজিবিসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনতা।
ঢাকা
,
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বঙ্গবাজার অগ্নিকাণ্ডে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- ৫৯৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ