বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভাতৃপ্রতীম দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রক্রিয়াধীন। আগের চুক্তির ধারাবাহিকতায় ওমানকে তিনি অতি দ্রুত কয়েক কার্গো এলএনজি দেওয়ার অনুরোধ করেন।রবিবার (১৪ মে) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আল বুলুশি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি এই অনুরোধ করেন। একই সময়ে তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ, জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনা করেন। এসময় তিনি প্রতিমন্ত্রীকে ওমান সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে তিনি দক্ষ জনশক্তি রফতানির ওপর গুরুত্বারোপ করেন।এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
ঢাকা
,
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ওমানকে দ্রুত এলএনজি দেওয়ার অনুরোধ জ্বালানি প্রতিমন্ত্রীর
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- ৫৯৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ