হজ যাত্রীদের জন্য উপহারসামগ্রী বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। সোমবার (১৫ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এতে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।প্রধান অতিথির বক্তব্যে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘মানবসেবার ক্ষেত্রে হামদর্দ অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও হজ যাত্রীদের পাশে দাঁড়িয়েছে হামদর্দ। আশা করি, ভবিষ্যতেও মানবকল্যাণে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে প্রতিষ্ঠান এগিয়ে যাবে।’ড.হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও হামদর্দ সাধ্যমতো চেষ্টা করছে সেবার কার্যক্রম চালিয়ে নিতে। আন্তরিকতা নিয়ে হাজীদের পাশে থাকতে চাই বলেই আমরা এগিয়ে এসেছি। তাছাড়া ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অগ্নিকাণ্ডসহ সব দুর্যোগে হামদর্দ এগিয়ে আসার চেষ্টা করে। জাতীয় দিবসগুলোতেও আমরা ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করে সবার মধ্যে চিকিৎসাসেবা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত), পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
ঢাকা
,
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










হজ যাত্রীদের জন্য উপহারসামগ্রী দিলো হামদর্দ
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- ৬২১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ