ইউক্রেনকে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার ফলেই দেশটি রাশিয়ার বিরুদ্ধে আকাশযুদ্ধে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন সময় তারা এমন পর্যালোচনা তুলে ধরছেন যখন কিয়েভ পশ্চিমা যুদ্ধবিমান পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছে।ব্রিটেনের বিমানবাহিনীর সাবেক এয়ার মার্শাল গ্রেগ ব্যাগওয়েল বলেন, ইউক্রেনীয় সেনাদের আগে রুশ সেনাদের পিছু হটিয়ে দিতে হবে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাঁটি নিশ্চিহ্ন করতে হবে।দীর্ঘ দিন ধরেই কিয়েভ কর্তৃপক্ষ পশ্চিমাদের নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়ে আসছে। তাদের মজুতে থাকা যুদ্ধবিমানগুলো পুরনো, সোভিয়েত আমলের। বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন, মার্কিন নির্মিত এফ-১৬ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হতে পারে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য আদর্শ পছন্দ। এগুলো পেলে দেশটির বিমানবাহিনীর শক্তি অনেকটাই বাড়বে। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কোনও দেশ এগুলো সরবরাহের প্রতিশ্রুতি দেয়নি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে।তবে কয়েকজন বিশ্লেষক বলছেন, এফ-১৬ ইউক্রেনীয় বিমানবাহিনীর জন্য যুগান্তকারী কিছু হবে না। এগুলো সফলভাবে ব্যবহারের আগে বেশ কিছু বাধা অতিক্রম করতে হবে। শুধু বিমানগুলো আকাশসীমায় আধিপত্য বিস্তার করতে পারবে না। এগুলো পরিচালনার জন্য ক্রু ও পাইলটদের উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন, ঘাঁটির সুরক্ষার জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে এবং দরকার পড়বে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্রের সরবরাহ।ব্যাগওয়েল যুক্তি দিয়ে বলেন, ইউক্রেনকে স্থানীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে এগোতে হবে এবং আকাশে নির্দিষ্ট কিছু অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য আধিপত্য প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিতে হবে। যাতে করে কয়েক ঘণ্টা বা কয়েক দিন সেখানে তাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকে।এই মাসের শুরুতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এতে করে দূরের লক্ষ্যবস্তুতে হামলার সামর্থ্য অর্জন করেছে কিয়েভ। এরপর রাশিয়া দাবি করেছে, তারা বেশ কয়েকটি ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।ব্যাগওয়েলের মতে, গুরুত্বপূর্ণ হলো রাশিয়াকে আকাশ যুদ্ধে শ্রেষ্ঠত্ব অর্জন করতে না দেওয়া।যুদ্ধের শুরু থেকে পশ্চিমা বিশ্লেষকরা বলে আসছেন, ইউক্রেনের আকাশসীমায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি রাশিয়া। ২০২২ সালের নভেম্বরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, অভিজ্ঞ ক্রুদের হারানো, অপর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার বিরুদ্ধে অভিযান পরিচালনার ঝুঁকির কারণে মস্কো এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি।যুক্তরাজ্যের কিং’স কলেজ লন্ডনের ফ্রিম্যান এয়ার অ্যান্ড স্পেস ইনস্টিটিউট-এর সহ-পরিচালক ডেভিড জর্ডান বলছেন, আকাশ যুদ্ধে এফ-১৬ যুদ্ধবিমানের প্রভাব কেমন হবে এবং কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে তা সম্পর্কে ধারণা করা কঠিন। কিন্তু এগুলো ইউক্রেন পেলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের সুবিধামতো আকাশের পরিস্থিতি নিশ্চিত করতে পারবে ইউক্রেনীয় সেনারা। যা তাদের পদাতিক বাহিনী আরও বেশি বিমান সুবিধা দেবে। একই সঙ্গে রুশ সেনাদের ঝুঁকির পরিমাণ বাড়াবে।মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তবে শক্তি বাড়ানোর উদ্যোগ চলমান এবং আলোচনা চলছে।
ঢাকা
,
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
জগন্নাথপুরে জুলাই বিপ্লব ২৪ ডটকম এর আত্ম প্রকাশ
শান্তিগঞ্জে ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তির পরীক্ষা কাল শনিবার (৩০ নভেম্বর)
শান্তিগঞ্জে হাওরের ১০০ বছর ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালা
মধ্যনগরে আওয়ামী লীগ নেতার দখল থেকে সরকারী ভুমি পুনরুদ্ধার
সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর গ্রামের সাজ্জাতুলের বাড়িঘরে হামলা,ভাংচুর লুটপাঠসহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত -নিহতদের স্মরণে দোয়ারাবাজারে স্মরণ সভা অনুষ্ঠিত
অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্র গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি
শান্তিগঞ্জে বিনামূল্যে গরু বিতরণের লক্ষ্যে অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ
দোয়ারাবাজারে সরকারি গাছ কর্তন।। জব্দ করলো প্রশাসন
শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
রাশিয়ার বিরুদ্ধে আকাশ যুদ্ধে ইউক্রেনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে এফ-১৬ যুদ্ধবিমান?
- জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- ৫৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ