গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট চলছে।শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রেই ভোট শুরুর আগে থেকেই এসে দাঁড়িয়েছেন ভোটাররা। ৮টার পর কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বলা যায়, এই ভোটকে কেন্দ্র করে গাজীপুরে এখন উৎসব বিরাজ করছে।সকাল ৮টায় ২৬ নং ওয়ার্ডের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গিয়ে দেখা গেছে, একে একে কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছেন ভোটাররা। কয়েক মিনিটের মধ্যে বাইরে লম্বা লাইন তৈরি হয়েছে। আরও কয়েকটি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।এদিকে, এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা কেন্দ্র ৫৭নং ওয়ার্ডের টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদ্রাসায় ফজরের নামাজের পর থেকেই লাইনে এসে দাঁড়িয়েছেন ভোটাররা। সকাল ৯টার দিকে এই কেন্দ্রেই ভোট দিয়েছেন নৌকার প্রার্থী।ভোট দেওয়ার পর তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো, যদি নির্দিষ্ট সময়ের পরও মানুষ বাকি থাকে তাহলে যেন সময় বাড়িয়ে সবার ভোট নেওয়া হয়।
ঢাকা
,
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- ৬০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ