রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদ ভবনে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উত্থাপনকালে ডিজিটাল প্রেজেন্টেশনে একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী জানান, ভবিষ্যতে পদ্মা বহুমুখী সেতুর উভয় প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণসহ ঢাকার পূর্বাচলে আধুনিক ও নান্দনিক স্থাপত্য শৈলীসম্পন্ন ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ছিন্নমূল জনগণের জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলমান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনে ছিন্নমূল জনগণের জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে যার মাধ্যমে প্রায় ৩৬ হাজার ছিন্নমূল এবং নিম্নআয়ের মানুষ উপকৃত হবে।