শাল্লা প্রতিনিধি::-হাওরে মাঝ বৃদ্ধির কথা চিন্তা করে ও বিভিন্ন জাতের মাছ নিধন রোধ লক্ষ্যে মৎস্য সংরক্ষণের আওতায় প্রায় ৮ লক্ষ টাকার অবৈধ কারেন জাল পুড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব জানান হাওর অধিষ্ঠিত এই উপজেলায় হাওরের মাছ ধ্বংসের অন্যতম হাতিয়ার এই কারেন জাল। তিনি বলেন উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারস্থ কলেজ রোডের গোবিন্দ কুমার দাসের (গঙ্গাধর) একটি গুদাম হতে গতকাল প্রায় ৮ লক্ষ টাকার অবৈধ কারেন জাল জব্দ করে আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটের শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে জালগুলো পুড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের নির্দেশনায় অবৈধ কারেন জাল জব্দ অভিযানে সাথে ছিলেন শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,এস আই জসিম উদ্দিন সহ পুলিশের একটি চৌকস টিম