লিওনেল মেসি যাচ্ছেন ইন্টার মিয়ামিতে। এবার তার পরিচিত মুখদেরও আমেরিকায় নিতে চায় ক্লাবটি। এক্ষেত্রে শোনা যাচ্ছে লুইস সুয়ারেজের নাম। তবে উরুগুয়ান তারকা পরিষ্কার জানিয়ে দিলেন, তার বন্ধুর সঙ্গে যোগ দিচ্ছেন না তিনি।
ইউরোপ ছেড়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেওয়ার সময়ই সুয়ারেজকে নিয়ে আগ্রহ দেখায় মিয়ামি। তবে সাড়া দেননি সাবেক বার্সা ফরোয়ার্ড। উরুগুয়ান জায়ান্ট ন্যাসিওনাল, এরপর ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তি করেন সুয়ারেজ।
বার্সেলোনায় মেসির সঙ্গে ছয় মৌসুম পার করা সুয়ারেজ বললেন, গ্রেমিওর সঙ্গে চুক্তি আগেভাগে শেষ করতে চান না তিনি। ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি তার। গত বছর ডিসেম্বরে পোর্তো অ্যালেগ্রের দলে যোগ দেন সুয়ারেজ। ২৪ ম্যাচে ১১ গোল করেছেন, অ্যাসিস্ট আটটি।
মিয়ামিতে চুক্তির গুঞ্জন প্রসঙ্গে সুয়ারেজ বললেন, ‘এটা মিথ্যা, এটা অসম্ভব। আমি গ্রেমিওতে খুব সুখে আছি এবং ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে।’