প্রেস বিজ্ঞপ্তি ঃ দিরাই উপজেলার ৭ নং জগদল ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা থেকে নগদীপুর পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব বয়কয়টের হুমকি দিয়েছেন। ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিত এক বার্তায় এ সিদ্ধান্তের কথা তারা জানান। তাঁরা উল্লেখ করেন বিগত ৫ জুন হাজার হাজার দর্শকদের সামনে পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব ও রাজনাও এফসি ক্লাবের মধ্যকার খেলাটি দু দলের মধ্যে গোল শুন্য থাকায় কমিটির সিদ্ধান্তে পেনাল্টি সুটআউটের সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে ৫ টি শোট আউট দেওয়া হয়। তন্মধ্যে ৫ টির মধ্যে রাজনাও এফসি ক্লাবের ১ টি শোট ঠেকিয়ে দিলে পঞ্চরঙ্গের শেষ শোট নেওয়ার জন্য যখন প্রস্তুতি নেন পঞ্চরঙ্গের খেলোয়াড় তখনই খেলায় বিশৃংখলা দেখা দেয়। এরমধ্যে কমিটির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু মাইকে ঘোষণা দেন দর্শকদের শান্ত থাকার জন্য এবং একটি শোট শেষ করে জয় পরাজয় নিশ্চিত হবে কিন্তু পরবর্তীতে তা সম্ভব হয়নি। এই খেলা অমিমাংসিত থাকে কিন্তু এখন কমিটির পক্ষ থেকে পুনরায় নতুন করে খেলার জন্য পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের কাছে জানান। আমরা এই সিদ্ধান্ত যেনে অবাক ও বিস্মিত। কারণ খেলা যদি হতেই হয় তাহলে নতুন করে কেন হবে? হলে আমাদের একটি শোট দিয়ে খেলা নিস্পত্তি করতে হবে না হয় আমরা এই খেলা নতুন করে খেলবো কেন? কমিটির কারণে এই খেলায় এই বিশৃংখলা দেখা দিয়েছে। আমাদের কেন জয়ী খেলা থেকে তাঁরা বঞ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন? আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শনিবারের খেলায় অংশগ্রহণ করবো না এই ব্যাপারে ফুটবল আইনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাঁরা আরো বলেন রাজনাও এফসি ক্লাবের খেলোয়াড়বৃন্দ পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবের নিশ্চিত জয় দেখে আমাদের খেলোয়াড় কে বিব্রত করা হয়েছে যা হাজার হাজার দর্শক দেখেছেন।
সভাপতি গিলমান হোসেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব দিরাই উপজেলা, জেলা সুনামগঞ্জ।