ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পশ্চিম বীরগাঁও বিএনপি কমিটিতে তোফায়েল ও জসীম, ফুলেল শুভেচ্ছায় বরণ Logo বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে শান্তিগঞ্জে তৃণমূলের জাগরণ Logo পাথারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন মোঃ আক্কাস মিয়া Logo সেনাসদরে ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীদের পরিদর্শন Logo দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত Logo পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠান মালা সম্পন্ন Logo সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত Logo সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণিতে মানবিক শাখায় ভর্তি চলছে Logo জগন্নাথপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন Logo দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতাকর্তৃক হামলা ভাংচুর।। থানার অভিযোগ তুলে নিতে হুমকি,জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাসিক নির্বাচন নিয়ে সক্রিয় প্রতারক চক্র

আসন্ন ২১ জুনের রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নির্বাচনি ফল পরিবর্তনের ভয় দেখিয়ে অর্থ দাবি করছে তারা।

বৃহস্পতিবার (৮ জুন) ভুক্তভোগী এক কাউন্সিলর প্রার্থী এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে সবাইকে সর্তক হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী আরমান আলী নগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর খড়বনা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে তার ব্যক্তিগত মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনে প্রতারক নিজেকে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহাসান হাবিব খান পরিচয় দিয়ে নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তিকর কথা বলে। একপর্যায়ে সকাল ৮টা ২৪ মিনিটে ফোন করে নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বলে জানায়। ওই ব্যক্তির তার সঙ্গে যোগাযোগ না করলে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার হুমকি দেয়। তবে আরমান আলী তাতে বিভ্রান্ত হননি।

পরে আবারও সকাল ৮টা ২৯ মিনিটে, সকাল ৮টা ৩৮ মিনিট এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র কল দেয়। প্রতারণার বিষয়টি বুঝতে পারলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেন আরমান।

এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছি।’ একই সঙ্গে আসন্ন রাসিক নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে এই প্রতারক চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।

এদিকে, নির্বাচন কমিশনারের পরিচয় দিয়ে ফোন করে ভোটের ফল পাল্টে দেওয়ার হুমকির অভিযোগে ওই কাউন্সিলর প্রার্থী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও থানায় জিডি করা হয়েছে।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  দেলোয়ার হোসেন শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘একজন নির্বাচন কমিশনারের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে একটি চক্র নির্বাচনের ফল পাল্টে দেওয়ার কথা বলছে। তারা আসলে একটি প্রতারক চক্র। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘একটা প্রতারক চক্র নির্বাচন কমিশনার সেজে এই প্রতারণা শুরু করেছে। এ ব্যাপারে সব কাউন্সিলর প্রার্থীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পশ্চিম বীরগাঁও বিএনপি কমিটিতে তোফায়েল ও জসীম, ফুলেল শুভেচ্ছায় বরণ

রাসিক নির্বাচন নিয়ে সক্রিয় প্রতারক চক্র

আপডেট সময় ১২:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

আসন্ন ২১ জুনের রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নির্বাচনি ফল পরিবর্তনের ভয় দেখিয়ে অর্থ দাবি করছে তারা।

বৃহস্পতিবার (৮ জুন) ভুক্তভোগী এক কাউন্সিলর প্রার্থী এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে সবাইকে সর্তক হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী আরমান আলী নগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর খড়বনা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে তার ব্যক্তিগত মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনে প্রতারক নিজেকে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহাসান হাবিব খান পরিচয় দিয়ে নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তিকর কথা বলে। একপর্যায়ে সকাল ৮টা ২৪ মিনিটে ফোন করে নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বলে জানায়। ওই ব্যক্তির তার সঙ্গে যোগাযোগ না করলে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার হুমকি দেয়। তবে আরমান আলী তাতে বিভ্রান্ত হননি।

পরে আবারও সকাল ৮টা ২৯ মিনিটে, সকাল ৮টা ৩৮ মিনিট এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র কল দেয়। প্রতারণার বিষয়টি বুঝতে পারলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেন আরমান।

এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছি।’ একই সঙ্গে আসন্ন রাসিক নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে এই প্রতারক চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।

এদিকে, নির্বাচন কমিশনারের পরিচয় দিয়ে ফোন করে ভোটের ফল পাল্টে দেওয়ার হুমকির অভিযোগে ওই কাউন্সিলর প্রার্থী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও থানায় জিডি করা হয়েছে।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  দেলোয়ার হোসেন শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘একজন নির্বাচন কমিশনারের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে একটি চক্র নির্বাচনের ফল পাল্টে দেওয়ার কথা বলছে। তারা আসলে একটি প্রতারক চক্র। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘একটা প্রতারক চক্র নির্বাচন কমিশনার সেজে এই প্রতারণা শুরু করেছে। এ ব্যাপারে সব কাউন্সিলর প্রার্থীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’