স্টাফ রিপোর্টার::
মর্যাদা, নিরাপত্তা, বহুত্ববাদ এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের আচরণবিধি স্বাক্ষর করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা। সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে জালাল সিটি কণফারেন্স হলে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ দিরাই পিএফজির উদ্যোগে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের মধ্যে আচরণবিধি স্বাক্ষর করেন দু দলের নেতারা।
দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দ্যৗল্লার সভাপতিত্বে ও দিরাই পিএফজির সমন্বয়কারী, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেল নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী মিসবাহ উদ্দিন, দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর দিরাই উপজেলা বিএনিপর সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর সুনামগঞ্জ জেলা মহিলা লীগের সহসভাপতি, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাদেশ চন্দ্র পুরকায়স্থ, মাধ্যমিক শিক্ষক সমিতি দিরাই উপজেলা সাবেক সাধারণ সম্পাদক গোলাম মস্তফা সরদার রুমী, দিরাই সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস।
এমন একটি ব্যতিক্রমী আয়োজনের জন্য প্রধান অতিথি রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানান এবং যে নেতার যে সম্মান প্রাপ্য তা দিতে আহ্বান জানান। দিরাই উপজেলার সকাল ভাল কাজের সাথে তিনি আছেন থাকবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
নাগরিকের স্বাধীন চিন্তা ও মত প্রকাশের অধিকার, বিরুদ্ধমতের প্রতি সহনশীলতা, সংগঠিত ও সমাবেশ করার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকারকে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর সুনামগঞ্জ জেলা মহিলা লীগের সহসভাপতি, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পলিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির মহিলা সম্পাদিকা ছবি চৌধুরী, দিরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল সুলতানা রাজিয়া, দিরাই উপজেলা জাসাসের সভাপতি সৈদুর রহমান তালুকদার, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ, প্রভাষক মোস্তাহার মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সজিব রশিদ চৌধুরী, করিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল সরদার, দিরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, সুনামগঞ্জ জিয়া পরিষদ এর যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দীন তালুকদার, দিরাই পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কয়ছর ইসলাম, দিরাই উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক নারায়ন দাস প্রমূখ। এ সময় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মোজাম্মেল হক কুদরত পাশা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচী পালনের ক্ষেত্রে সহিংসতাকে সর্বতোভাবে পরিহার করে এবং ব্যক্তির জান-মাল ও সম্পদের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিপক্ষ দল বা ব্যক্তির প্রতি আচরণ ও সম্ভাষণে সৌজন্য ও সৌহার্দ্যপূর্ণ থাকতে হবে। প্রতিপক্ষের জন্যে মর্যাদাহানীকর কোনও বক্তব্য প্রদান, কটূক্তি করা থেকে বিরত থেকে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলতে হবে। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে ও আন্তরিকতার সাথে পালন করবেন এবং আইনী বিবেচনায় যে কোনও ধরণের সহিংসতা ও অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকবেন।
আচরণ বিধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌল্লা ও বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী স্বাক্ষর করেন। স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সুনামগঞ্জ জলো মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুন।
সভায় জানানো হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ স্থানীয় জনগণ ও স্ব স্ব সংগঠনের প্রতিনিধি হিসেবে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় ‘মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য’কে মূলনীতি হিসেবে গ্রহণ করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এই আচরণবিধির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং স্বেচ্ছায় ও সজ্ঞানে এই আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করছি।
ঢাকা
,
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী শিক্ষার উন্নয়ন সরকার কাজ করে যাচ্ছে –পরিচালক মহিলা অধিদপ্তর
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা
শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
শান্তিগঞ্জে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করতে চাই কাউন্সিল ও কর্মী সম্মেলনে সৈয়দ তালহা আলম
শান্তিগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
দোয়ারাবাজারে নারীসহ তিন ইয়াবা কারবারি আটক
জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র্যালী ও আলোচনা সভা
তাহিরপুরে যুব দিবস উদযাপন
সকল গুম খুনের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে: মাও তোফায়েল আহমদ খাঁন
দিরাইয়ে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের মধ্যে আচরণবিধি স্বাক্ষর সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই।
- জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- ৫৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ