আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশ আজ উন্নয়ন-অগ্রগতি-শান্তির ধারায় এগিয়ে চলছে। তবে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে তথ্য-প্রযুক্তি কর্মশালা ও কম্পিউটার বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে। শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় স্মার্ট বাংলাদেশের যাত্রা অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘আজ দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সারা দেশ ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করেছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, পাকিস্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের রুখে দিতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
অনুষ্ঠানে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ঢাবি শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ ও স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৮টি কম্পিউটার দেওয়া হয়।