জামালপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাংবাদিক গোলাম রব্বানি নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন তিনি।
স্থানীয় সাংবাদিক লালন বলেন, ‘বুধবার রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানি নাদিম। পথিমধ্যে পাটহাটি এলাকায় একদল সন্ত্রাসী নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।’
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল বলেন, ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নাদিম কখনও পিছপা হয়নি। নাদিমকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
পুলিশ সুপার নাাসির উদ্দিন আহমেদ বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে।’