মঙ্গলবার বেলা ১১টার দিকে বন্যার পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া মায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু সন্তান। শাল্লা উপজেলার মাউশিবাধ এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ওই নারী শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী দূর্লভ রানী দাস (৩০)। এছাড়া, নিখোঁজ জবা রাণী দাস (৭) ও বিজয় দাস (৫) দূর্লভ রানীর সন্তান। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।
উদ্ধার অভিযান এখনো চলছে, আরো ঘণ্টাখানেক অভিযান চালিয়ে উদ্ধারের বিষয়ে ব্রিফিং করা হবে বলে জানান তিনি।
সোমবার রাত ৮টার দিকে দুই সন্তান নিয়ে শাল্লা সদরে যাওয়ার জন্য বাহাড়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন দূর্লভ রানী। ওই সময় শাল্লা সেতুতে উঠার আগে নিচু পাকা রাস্তাটি বন্যার পানিতে ডুবে বাহাড়া রাস্তায় প্রবল স্রোতের তৈরি হয়। রাস্তা পারাপারের সময় একে একে তিনজনই স্রোতের ধাক্কায় ভেসে নিখোঁজ হয়।