যশোর সদরের বাস চাপায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। তাদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন, ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের স্ত্রী সোনিয়া, জমজ দুই ছেলে হাসান, হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭), মা আনোয়ারা (৭০), একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০) সায়মা খাতুন।
জাহাঙ্গীর হোসেন নামে স্থানীয় মুদিদোকানি বলেন, যশোর থেকে একটি ইজিবাইক ৭ যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে তেতুলতলা নাম স্থানে আসলে ইজিবাইকটি ডানে একটি বাইপাস সড়কে নামতে গেলে ইজিবাইকের পিছনে থাকা বাসটি তাদের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
নিহত শিশুদের দাদা আমিন উদ্দিন জানান, তার ছেলের স্ত্রী ও সন্তানরা শহরের ঝরনা ক্লিনিকে যাচ্ছিলেন চিকিৎসক দেখানোর জন্য। এসময় বেপরোয়া গতির বাস তাদের ধাক্কা দেয়। এতে আমার ছেলের স্ত্রী সন্তানরা নিহত হয়েছেন। আমার সব শেষ হয়ে গেল।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ ৭ জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।