দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।
রোববার (৩০ জুলাই) বিকেলে জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ২৫ জনের মধ্যে সদর হাসপাতালে ১৫ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আটজন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুইজন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া রাজবাড়ীতে গত জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ২৭২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২৭ জন সুস্থ হয়েছে। বাকি ৪৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটিন বলেন, আগামী এক থেকে দুই মাস ডেঙ্গুর প্রকোপ থাকবে। জেলার সব উপজেলাতেই ডেঙ্গু রোগী রয়েছে। এখন জেলা থেকেই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তাই নিজেদেরকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও বলেন, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া স্বল্পমূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। ৫০ টাকা দিয়ে সরকারি হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।