সংবাদ মাধ্যমের স্বাধীনতা কমানোর জন্য কিংবা নিয়ন্ত্রণের জন্য নয়, বরং সাইবার অপরাধ বন্ধ করতেই সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১০ আগস্ট) আগারগাঁওয়ে বিসিসিআই মিলনায়তনে এক অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী।
দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ডিজিটাল নিরাপত্তা আইনকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এ বিষয়টি নিয়ে নানা মন্তব্য আসছে বিভিন্ন মহল থেকে। এর মধ্যে বেশিরভাগ মন্তব্যে বলা হচ্ছে শুধু নাম পরিবর্তন করে আইনের ধারাগুলো প্রায় আগের মতোই রাখা হয়েছে। কিছু সাজা ও জামিনঅযোগ্য বিষয়ে কিছুটা সংশোধন আনা হয়েছে।
নতুন আইনেও আগের আইনের মতো গণমাধ্যমকে নিয়ন্ত্রণের বিষয় থেকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।