দিরাই প্রতিনিধিঃ ইয়ূথ এ্যাম্বিসেডর গ্রুপ দিরাই এর উদ্যোগে সম্প্রীতির চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সহিংসতা প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ছাত্র নেতারে ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় দিরাই আদর্শ শিক্ষা নিকেতন এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থা্ন অধিকার করে আদর্শ শিক্ষা নিকেতনের ফারিহা তাসনিম চৌধুরী, যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে আদর্শ শিক্ষা নিকেতনের ফাহিমা হাসনাত চৌধুরী ও রাবোয় মেমোরিয়াল একাডেমীর অপূর্ব তালুকদার, তৃতীয় হয়েছে আদর্শ শিক্ষা নিকেতনের মুনতাহা আলম নোভা ও মাহফুজা তালুকদার শিমু।
খ বিভাগে প্রথম হয়েছে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শাওন দাস, দ্বিতীয় হয়েছে অর্পা রানী তালুকদার, তৃতীয় হয়েছে আরশিয়া আনাম ও জাইমা রহমান এষা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে সম্প্রীতি প্রতিষ্ঠায় ছাত্র নেতারে ভূমিকা শীর্ষক আলোচনা সভা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইয়থ এ্যাম্বসেডর দিদার রহমান এর সভাপতিত্বে ও রাফিয়া বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভাঢ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বদলীয় সম্প্রীীত উদ্যোগ দিরাই পিএফজির সমন্বয়কারী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বদলীয় সম্প্রীীত উদ্যোগ দিরাই পিএফজির সদস্য পারভীন আক্তার, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
বক্তব্য রাখেন, দিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রানী, চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দে, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের একে কুদরত পাশা।
আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।