খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি :
‘এ বছর শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে— “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়।”
এই প্রতিপাদ্যের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে নেত্রকোণার খালিয়াজুরীতে পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালি, ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেলের স্মৃতিচারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারা প্রসন্ন দেব রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাসার,খালিয়াজুরী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌনম বড়ুয়া, প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়, প্রেসক্লাব সভাপতি স্বাগত সরকার শুভ প্রমুখ।
উল্লেখ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকে ও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সরকারের পাশাপাশি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।