সোহান বিন নবাব -খালিয়াজুরী
নেত্রকোনার খালিয়াজুরীতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে উপজেলা হল রুমে কক্ষে প্রশিক্ষণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় খালিয়াজুরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হক এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার জনাব এম রকিবুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার, খালিয়াজুরী উপজেলা ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী , সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাফর এ আলম ও নূরে আলম, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান বলেন, যুব সমাজকে মোবাইলে আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। বই পড়ার প্রতি আনন্দ ও শিক্ষায় মনোনিবেশ করতে হবে। যুবক-যুবতীদের ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধ সৃষ্টি করতে হবে।
প্রশিক্ষণের মাধ্যমে নিজের দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো কর্মকাণ্ডে নিজেকে জড়ানো থেকে বিরত রাখতে হবে। তিনি আরোও বলেন কোথায় এরকম মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে প্রশাসন জানানোর জন্য বলেন।
এসময় যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হক বলেন প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানে সহযোগিতায় স্বল্প সুদে ঋণদানে অঙ্গীকার করছি। যুব সমাজ কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে। অলস সময় অতিবাহিত না করে অলস সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তবেই যুব সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো এসব কর্মকাণ্ডে সাথে জড়িত হবে না।