আনোয়ার হোসাইন
শ্যামারচর প্রতিনিধি –
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর একাধিক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক কল্যাণ চন্দ্র দে’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষটি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া।তিনি বলেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর তিনজন অভিভাবক শিক্ষক কল্যাণ চন্দ্র দে এর বিরুদ্ধে তাদের সন্তানদের যৌন হয়রানি করার লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক বরাবরে। প্রধান শিক্ষক সুতপা রানী দাস বিষয় টি আমাকে জানালে আমি বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় কে অবহিত করি এবং স্যারের নির্দেশে সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষক কে সাময়িক বরখাস্ত করি। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা বলেন, শ্যামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যান চন্দ্র দে এর কাছে নিজ বাসায় আমার মেয়ে প্রাইভেট পড়তে যায়। এবং নিয়মিত পড়াশোনা করে আসতেছে। প্রাইভেট পড়তে যাওয়ার পর আমার মেয়ের সাথে বিভিন্ন ভাবে যৌন হয়রানি ও অশ্লীল অঙ্গভঙ্গী করে চলেছে এমনকি স্কুলে যাওয়ার পরেও এসব ঘটনা অব্যাহত রাখেন। এই ঘটনার পর আমার মেয়ে আর স্কুলে এবং প্রাইভেটে যেতে অনিহা প্রকাশ করে। তখন আমি জানতে চাই, কি জন্য তুমি পড়তে যাবে না কি সমস্যা বলো, তখন সে আমাকে সব ঘটনা খুলে বলে কান্নায় ভেঙ্গে পড়ে এবং বলে বাবা আমি আর কোনো স্কুলে এবং প্রাইভেটে পড়ব না। এরপর আমার মেয়ে আরও একাধিক শিক্ষার্থীর সাথে এরকম জঘন্য কার্যকলাপ করছে বলে জানায়। উল্লেখ্য ২০ মার্চ দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে ভুক্তভোগীর অভিবাবক যৌন হয়রানি অভিযোগ করেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে একাধিক ছাত্রীসহ অভিভাবকরা আরও অভিযোগ আনেন। গতকাল ২১ মার্চ স্কুল প্রাঙ্গনে অভিভাবকরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। এর প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।