প্রতিবেদক স্টাফ রিপোর্টারঃ মোঃ আনোয়ার হোসেন সুজন খান
দিরাই উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে ৩নং রাজানগর ইউনিয়নে আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার বিকাল ০৪ঃ০০ ঘটিকায় চকবাজার সংলগ্ন উমেদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় দিরাই উপজেলা গণ’র আহবায়ক মোঃ টুনু মিয়ার সভাপতিত্বে ও দিরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম সাজুর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র এলাকার কৃতি সন্তান, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য সাব্বির আহমেদ খোকন, তিনি তার বক্তব্যে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অবহেলিত ভাটি বাংলার উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করতে ফ্যাসিবাদ ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে পরিহার করে, কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুরের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, দিরাই উপজেলা গণ’র ভারপ্রাপ্ত সদস্য সচিব জুনেদ মিয়া, সদস্য মোঃ তোজামুল ইসলাম, বিজন আদিত্য, দিরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাহাদ আহমেদ আরিফ, রাজানগর ইউনিয়ন কমিটির নবনির্বাচিত সকল সদস্য ও অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলের সম্মতিতে দিরাই উপজেলা গণ’র ভারপ্রাপ্ত সদস্য সচিব রাজানগর ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা দেন উক্ত কমিটিতে মোঃ সেনু মিয়া সরদার কে আহবায়ক ও তোফায়েল আহমেদ তোহিন কে সদস্য সচিব করে এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ রাসেল মিয়া, মোঃ আইন উদ্দিন, মোঃ আংগুর মিয়া, মোঃ আজিবুল মিয়া, মোঃ রজব আলী ও হিরন মালা(মহিলা), যুগ্ম সদস্য সচিব রবিন মিয়া, আক্তার হোসেন, জহিরুল ইসলাম আরজু, রবিন তালুকদার, কার্যকরী সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, জেনারুল আহমেদ, আকতার হোসেন, শাহিন মিয়া, জামাল উদ্দিন, শাহাজান মিয়া, হিফজুর রহমান, মোক্তার হোসেন ও রমজান আলী কে দেওয়া হয়।