দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নাশকতার মামলায় তদন্তপ্রাপ্ত আসামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নৈনগাঁও গ্রামের আব্দুল খালিকের পুত্র।
বুধবার (২০ নভেম্বর) দোয়ারাবাজার সুরমা নদীর নিকটবর্তী এলাকা হতে তাকে আটক করে পুলিশ।
উল্লেখ্য যে,গত ১ নভেম্বর (শুক্রবার) রাতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের দলীয় অফিস (হাসনাতের
বিল্ডিং) গোপন রুমে সহিংসতা করার পরিকল্পনা কালে গোপন বৈঠকের সময়
নিষিদ্ধ ছাত্রলীগের নরসিংপুর ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ ও তথ্য ও বিঙ্গান গবেষণা বিষয়ক সম্পাদক সালমানকে আটক করে পুলিশ। এসময় তাদের সাথে থাকা আরও বেশ কয়েকজন দুষ্কৃতকারী পালিয়ে যায়। উক্ত মামলায় তদন্তপ্রাপ্ত আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিন জেল হাজতে থাকার পর নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ জামিনে মুক্তিলাভ করে। এতে ওই রাতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী মনর, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ ও সালমানের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও
মিষ্টি বিতরণ করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সহিংসতা করার পরিকল্পনায় ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে গোপন বৈঠক করে। সংবাদ পেয়ে রাতেই অভিযানে পুলিশ মনোয়ার আলী মনরকে আটক করে। দুষ্কৃতকারীরা এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারায় বৃহস্পতিবার রাতের ন্যায় শুক্রবার রাত ৮ টার দিকেও নরসিংপুর বাজারে চেয়ারম্যানের (আওয়ামীলীগ) কার্যালয়ে সহিংসতা করার পরিকল্পনায় গোপন বৈঠক করার সময় পুলিশের অভিযানে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এই মামলায় তদন্ত প্রাপ্ত আসামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।