ঢাকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে কবরস্থানে নির্মিত স্থাপনা সম্পূর্ণরুপে উচ্ছেদ ও উক্ত স্থানে ঈদগাহ নির্মাণের দাবিতে মানব বন্ধন Logo শালিস বৈঠকে শেষ হলো পাথারিয়া-গাজীনগর গ্রামের দ্বন্দ্ব Logo ফিলিস্তিনে নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সুবিপ্রবিতে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ Logo ওয়ারেন্ট ভুক্ত তিন আসামী গ্রেফতার Logo ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জের গনিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল Logo শান্তিগঞ্জের আসামমুড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান Logo সুনামগঞ্জে নবনিযুক্ত দিরাই ও ছাতক সার্কেল কর্মকর্তার যোগদান Logo জগন্নাথপুর রক্তদান সংস্থা’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo ধর্মপাশায় অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মৃত্যু

শান্তিগগঞ্জ অনৈসলামিক ওরসের নামে ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করে এলাকাবাসী

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৫৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৫৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আসামমুড়া গ্রামে নসর শাহ এর নামে অনৈসলামিক ওরসের নামে ভণ্ডামির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পাথারিয়া এলাকার তাওহীদি জনতা।
শুক্রবার(১৩ডিসেম্বর) জুম্মার নামাজের পর আসামমুড়া গ্রামের মুজিবুর রহমান,সজিব আহমদ, আফরোজ আলী,কাউসার, দরগাপুর মাদ্রাসার ছাত্র হাছান মাহমুদ ও পাথারিয়া ইউনিয়নের তাবলীগ জামায়াতের আমীর মাসুক মিয়ার উদ্যোগে মাওলানা আব্দুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে পাথারিয়া ইউনিয়নের তাওহীদি জনতা।মিছিলটি বাজারের সুরমা ব্রীজ চত্বর থেকে শুরু হলে আসামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারিরা উরস বন্ধের দাবিতে জড় হলে উরসের পরিবর্তে প্যান্ডেল করে মাইক বাজিয়ে তাফসির শুরু করে। জানা যায় দীর্ঘ ১৮বছর ধরে আসামমুড়া গ্রামের রজব আলী নামের এক জনের উদ্যোগে প্রতি বছর নসর শাহ এর উরসের নামে ভন্ডামি করে আসছে।প্রতি বছর স্থানীয় আলীম উলামা নিষেধ করার পরেও রজব আলী গুষ্টির প্রভাব কাটিয়ে এই উরস নামের বেহায়াপনা করে থাকত।এই বছর আসামমুড়া গ্রামের তাওহীদি জনতার আহবায়নে পাথারিয়া ইউনিয়নের সকল তাওহীদি জনতা সাড়া দেয় এবং উরসের পরিবর্তে তাফসীরের আয়োজন করে। মাওলানা নুরুল ইসলাম খান কে প্রধান অতিথি করে তাফসিরের পোষ্টার করে এলাকাবাসী। এতে সভাপতিত্ব করে গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার মোঃছোরাব মিয়া,তাফসীরে ওয়াজ করেন মাওঃমোস্তাক আহমদ, মাওঃআনোয়ার পাশা,মাওঃএমদাদুল হক,মাওঃছলিম উল্লাহ, জুনাহিদ আহমদ, মাওঃশাহনুর,মাওঃ ক্বারী মহিবুল হক আজাদ,মাওঃ মহিবুর রহমান, মাওঃ আবুহুরায়রা,মাওঃ এহসান রেজা মুহিবি,মাওঃসোলেমান হানিফ, মাওঃযাকারিয়া আদনান, মাওঃ সহিদুর রহমান প্রমূখ ।

তাফসীরে সকল বক্তারা বলেন উরস করা বেদাত তাই উরস প্রত্যাহার করে তাফসিরের সাথে একমত পোষণ করে প্রতি বছর উরসের পরিবর্তে এখানে তাফসীর করার পরামর্শ দেয় ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে কবরস্থানে নির্মিত স্থাপনা সম্পূর্ণরুপে উচ্ছেদ ও উক্ত স্থানে ঈদগাহ নির্মাণের দাবিতে মানব বন্ধন

শান্তিগগঞ্জ অনৈসলামিক ওরসের নামে ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করে এলাকাবাসী

আপডেট সময় ০৮:৫৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আসামমুড়া গ্রামে নসর শাহ এর নামে অনৈসলামিক ওরসের নামে ভণ্ডামির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পাথারিয়া এলাকার তাওহীদি জনতা।
শুক্রবার(১৩ডিসেম্বর) জুম্মার নামাজের পর আসামমুড়া গ্রামের মুজিবুর রহমান,সজিব আহমদ, আফরোজ আলী,কাউসার, দরগাপুর মাদ্রাসার ছাত্র হাছান মাহমুদ ও পাথারিয়া ইউনিয়নের তাবলীগ জামায়াতের আমীর মাসুক মিয়ার উদ্যোগে মাওলানা আব্দুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে পাথারিয়া ইউনিয়নের তাওহীদি জনতা।মিছিলটি বাজারের সুরমা ব্রীজ চত্বর থেকে শুরু হলে আসামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারিরা উরস বন্ধের দাবিতে জড় হলে উরসের পরিবর্তে প্যান্ডেল করে মাইক বাজিয়ে তাফসির শুরু করে। জানা যায় দীর্ঘ ১৮বছর ধরে আসামমুড়া গ্রামের রজব আলী নামের এক জনের উদ্যোগে প্রতি বছর নসর শাহ এর উরসের নামে ভন্ডামি করে আসছে।প্রতি বছর স্থানীয় আলীম উলামা নিষেধ করার পরেও রজব আলী গুষ্টির প্রভাব কাটিয়ে এই উরস নামের বেহায়াপনা করে থাকত।এই বছর আসামমুড়া গ্রামের তাওহীদি জনতার আহবায়নে পাথারিয়া ইউনিয়নের সকল তাওহীদি জনতা সাড়া দেয় এবং উরসের পরিবর্তে তাফসীরের আয়োজন করে। মাওলানা নুরুল ইসলাম খান কে প্রধান অতিথি করে তাফসিরের পোষ্টার করে এলাকাবাসী। এতে সভাপতিত্ব করে গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার মোঃছোরাব মিয়া,তাফসীরে ওয়াজ করেন মাওঃমোস্তাক আহমদ, মাওঃআনোয়ার পাশা,মাওঃএমদাদুল হক,মাওঃছলিম উল্লাহ, জুনাহিদ আহমদ, মাওঃশাহনুর,মাওঃ ক্বারী মহিবুল হক আজাদ,মাওঃ মহিবুর রহমান, মাওঃ আবুহুরায়রা,মাওঃ এহসান রেজা মুহিবি,মাওঃসোলেমান হানিফ, মাওঃযাকারিয়া আদনান, মাওঃ সহিদুর রহমান প্রমূখ ।

তাফসীরে সকল বক্তারা বলেন উরস করা বেদাত তাই উরস প্রত্যাহার করে তাফসিরের সাথে একমত পোষণ করে প্রতি বছর উরসের পরিবর্তে এখানে তাফসীর করার পরামর্শ দেয় ।