দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:
ভারতের আগ্রাসন ও আমদানি রপ্তানি নিয়ে নিয়ে মুরব্বি খ্যাত মোশতাক ফয়েজী সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাহফিলের ময়দানে বলেন,আমাদের দেশের যুবকেরা যদি উৎপাদনমূখী হয়,ভারতের দিকে চেয়ে থাকতে হবে না, বর্ডারে কাঁটাতারের কাছে এসে বলবে ” দুলা ভাই পিয়াজ নেন”
মঙ্গলবার (২১ জানুয়ারি) সুনামগঞ্জের দোয়ারাবাজার বোগলা ইউনিয়নে বাগানবাড়ি ওয়াজ মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,আমরা ভারতের আগ্রাসন মানি না ঠিক ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে বুক পাথে দিতে হয় ঠিক বাংলার জনতা বুক পাথে দিতে রাজি আছে ।
আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ সবসময় একটা কথা বলা হয় ইচ্ছে করলেই প্রতিবেশী যায় না এটা আমরাও জানি ঠিক তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র জনতা জানাইও সত্য ঠিক আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে এই সিলেট -সুনামগঞ্জের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল, কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল ।
ঠিক গুহত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপরে আঘাত করা হয় বাংলাদেশ এই সূত্রে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










“দুলা ভাই পিঁয়াজ লাগবে” মুরব্বি খ্যাত মোশতাক ফয়েজী।
-
মো: মামুন মুন্সি
- আপডেট সময় ০৮:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- ৫৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ