ডেস্ক রিপোর্ট:
গত ১৭ বছর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উঠা নানা অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা যায়নি। এমনকি আত্মপক্ষ উপস্থাপনেরও সুযোগ দেয়া হয়নি। ছাত্র জনতার ত্যাগের বিনিময়য়ে দেশের নতুন স্বাধীনতার সুযোগে জাতির সামনে পরিস্কার করতে সুনামগঞ্জ জেলাতে একটি বড় ধরনের কর্মী সভা করবে জামায়াত। সুনামগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী ১ ফেব্রুয়ারি ওই সম্মেলন হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়ে বুধবার(২২ জানুয়ারি) বাদ মাগরিব শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজারে ইউনিয়ন জামায়াতের সকল দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা করেছে শান্তিগঞ্জ উপজেলা জামায়াত। মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ,বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারী আসাদুজ্জামান, সভার সভাপতি পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃশমশের আলী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাশীদ আহমদ খান,সহ-সভাপতি কাজী আব্দুল মালেক,শ্রমিক কল্যাণ সভাপতি মোঃআজমল হোসেন,প্রচার ও মিডিয়া সম্পাদক মান্নার মিয়া,বায়তুল মাল সম্পাদক কবির মিয়া, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাছুম আহমদ, জামায়াতের পাথারিয়া বাজার শাখার সহ-সভাপতি সফির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফছর আলী সহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল বৃন্দ।