ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়। কালারুকা ইউনিয়ন তরুন ছাত্র সমাজের উদ্যোগে ইউনিয়নের ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ১২০জন শিক্ষার্থীদের দেওয়া হয় কৃতি সংবর্ধনা। কালারুকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী তাজ উদ্দিনের সভাপতিত্বে ও তরুন সংগঠক পাপলু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসাইন, ইউনিয়ন পরিষদের সচিব পিংকু দাশ, উদ্যোক্তা ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার সদস্য সাইফুদ্দিন ও রুহুল আমীন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল মুমিন, উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার তালুকদার, ইউপি সদস্যা ঝর্ণা আক্তার, স্বাগত বক্তব্য রাখেন, তরুন ছাত্র সমাজের সদস্য তামীম আহমদ সামি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বাদশা মিয়া ও হামদ পরিবেশন করেন রাফি মিয়া। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্যোক্তা সাইফ উদ্দিন বলেন, সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইউনিয়নের মাধ্যমিক ও মাদরাসার মেধাবি শিক্ষার্থীদেরও ক্রেষ্ট দেওয়া হয়েছে।