তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া কমিটি গোপনে সবার মতামত উপেক্ষা করে গঠন করা হয়েছে বলে দাবি তুলেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩০) জানুয়ারী দুপুরে মন্দির প্রাঙ্গণে এই কমিটি গঠিত হয়েছে।
এদিকে কমিটি গঠনের পর স্হানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা মন্দির প্রাঙ্গণে জড়ো হয়ে কমিটি বাতিলের দাবিতে ক্ষোভ প্রকাশ ও মানববন্ধন করেন।
তাদের দাবি মন্দির সংশ্লিষ্ট ১৪ গ্রামের লোকদের অবজ্ঞা করে কিছু সংখ্যক স্বার্থসংশ্লিষ্ঠ ব্যাক্তিদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছ।
উল্লেখ্য, নতুন কমিটির সভাপতির দ্বায়িত্বভার দিয়েছেন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক রনবীর পাল বেনুকে ও সাধারণ সম্পাদক পদে সাবেক কমিটির সদস্য সজল তালুকদারকে অনুপস্থিত রেখে কমিটি গঠন করা হয়।
মানববন্ধনে স্হানীয় বাসিন্দা সুজন মহীপাল সহ অনেকেই অভিযোগ করেন, আগে যে কমিটিতে ছিলেন, যুগ্ম আহ্বায়ক, মনমোহন পাল মতিশ, রণবীর পাল বেণু, শিতেশ পাল, সদস্য সচিব সজল তালুকদার, কোষাধ্যক্ষ বিশ্বনাথ পাল, সদস্য পীযুষ পাল, জগদীশ চন্দ্র দাস, বানু দাস প্রমুখ সহ কাউকেই নতুন কমিটি গঠনে অবহিত করা হয়নি।
তারা আরো বলেন, নতুন গঠিত গোপন কমিটিতে ১৪ গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সাবেক কমিটির মনমোহন পাল, শিতেশ পালকে অনুপস্থিত রেখে মনগড়া ও সার্থান্বেষী পকেট কমিটি বাতিল করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দ্বিজেন দাস, গণেশ দাস, বাদল পাল, সুজন পাল, রাজন দে, ঝিকু দে, সৈলেন পাল, আবু দে, হেমেন্দ্র দাস, কাজণ দাস, রাজেন্দ্র দাস, মতীস দাস, জোপেস দাস, রাশীন্দ্র দাস, রিপন পাল সহ প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে এই পকেট গোপন কমিটি ভেঙে হিন্দু সম্প্রদায়ের সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা না হলে কঠোর আন্দোলনের হশিয়ারী দেন।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










তাহিরপুরে গোপনে শ্রী শ্রী জিউড় আখড়া কমিটি গঠনে এলাকাবাসীর ক্ষোভ ও মানববন্ধন
-
তাহিরপুর প্রতিনিধি
- আপডেট সময় ১০:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- ৫২৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ