স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৮ টি ইউনিয়নের জনসাধারণকে নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন গঠনের সর্বশেষ মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। পাশাপাশি সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ‘সবার জন্য প্রত্যাশা ‘ নামে সংগঠনের নামকরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন প্রয়োজনীয় দিক আলোচনা করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ছাদিকুর রহমান।
মুরব্বি ছমরু মিয়ার সভাপতিত্বে ও শাহাবুদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়নের আব্দুস সালাম, হাফিজ হাফিজুর রহমান, সাহাব উদ্দিন, পাথারিয়া ইউনিয়নের আজির উদ্দিন, গোপাল পাল, শিমুলবাঁক ইউনিয়নের কাজী নূর মোহাম্মদ, পশ্চিম পাগলা ইউনিয়নের আশাই মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের আরিদ মিয়া, দরগাপাশা ইউনিয়নের আশিক মিয়া, জমির আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়নের রাশিকুল ইসলাম, মাহমদ খান ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জানুখাসহ আরও অনেকে।